আশুলিয়ায় থানার সামনে একটি ভ্যানে লাশের স্তূপের ভিডিও ভাইরাল হওয়ার পরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বোরবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, ঢাকা জেলার অতিরিক্ত সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক) সাজেদুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি যতদ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে শুক্রবার (৩০ আগস্ট) মরদেহ স্তূপাকারে জমা করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এরপর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে মরদেহ ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশ স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































