গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৮:২৮ পিএম
গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড
কেমিক্যাল কারখানার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী /ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কারখানা সূত্রে জানা যায়, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে আশপাশের মানুষজন বাড়িঘর ছেড়ে চলে গেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!