• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

খাগড়াছড়িতে বাস উল্টে আহত ৯


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৪১ পিএম
খাগড়াছড়িতে বাস উল্টে আহত ৯
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে একটি যাত্রীবাহী বাস উল্টে ৯ যাত্রী আহত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ওসমানপল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে খাগড়াছড়িগামী শান্তি পরিবহন ওসমানপল্লী এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি লোকাল বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এ সময় ওই বাসের ৯ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, গুরুতর আহত উপজেলার বড়ডলু এলাকার সাহেরা খাতুনকে (৬৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহি উদ্দীন বলেন, “আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।” 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!