• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নকল জুসের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৫:৫৫ পিএম
নকল জুসের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

পাবনার সদর উপজেলায় নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (৭ জুন) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর এলাকার তানজিলা ফুড এন্ড বেভারেজ নামের একটি কারখানায় এই অভিযান চালানো হয়।

এসময় প্রয়োজনীয় কাগজপত্র ও কোনো প্রকার সরকারি অনুমোদন না থাকায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এই অভিযান পরিচালনা করেন।

মাহমুদ হাসান রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কোনো কাগজপত্র ছাড়াই প্রাণ কোম্পানির জুসের আদলে নকল জুস তৈরি করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ নকল জুস জব্দ করে ধ্বংস এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!