• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

আবাসিক হোটেলে অভিযান, ১৬ তরুণ-তরুণী আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২৪, ০৮:৪৫ পিএম
আবাসিক হোটেলে অভিযান, ১৬ তরুণ-তরুণী আটক

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফরিদপুর শহরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

শৈলেন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনতা ব্যাংক মোড়ের পাশে অবস্থিত ‘হোটেল গার্ডেন ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণী ও চার তরুণকে আটক করা হয়। আটক করা হয় হোটেলের দুই কর্মচারীকেও। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!