কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় ইকবাল হোসেনসহ চারজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম মিথিলা জাহান নিপার আদালতে আসামিদের তোলা হয়। এরপর আদালত এ আদেশ দেন।
ইকবাল ছাড়া অন্য তিনজন হলেন মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ, ফয়সাল ও ঘটনার দিন পুলিশকে ৯৯৯-এ কল দেওয়া ইকরাম হোসেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চায়। আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, যেহেতু এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে সেহেতু তারা কাদের প্ররোচনায় এমন কাজ করেছে তা এখনো স্পষ্ট জানা যাচ্ছে না। ধর্মীয় অনুভূতি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তে আরও কোনো তথ্য বের হয়ে আসলে অথবা অন্য ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকলে আরও মামলা করা হবে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কক্সবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরেরদিন বেলা ১২টার দিকে ইকবালকে বহনকারী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাইক্রোবাসটি জেলা পুলিশ লাইনসে ঢোকে। জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুরে কুমিল্লা আনার পর তাকে পুলিশ লাইনসে নেওয়া হয়। এদিকে ইকবালকে আনার খবরে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইনসের গেটে অবস্থান নেয়। পরে সাংবাদিকদের অনুরোধে দুপুরের দিকে তাকে শুধু ফটো ও ভিডিও ধারণের জন্য আনা হয়। এ সময় তার মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































