• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পুকুরে একাই গোসলে নামে স্কুলছাত্র, অতঃপর...


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৫:৩৭ পিএম
পুকুরে একাই গোসলে নামে স্কুলছাত্র, অতঃপর...

ফরিদপুরের মধুখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াছিন শেখ (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কামারখালী বাজারের মসজিদ সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন শেখ কামারখালী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা আক্কাস শেখের ছেলে ও কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

কামারখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান জানান, দুপুরের ইয়াছিন বাড়ি সংলগ্ন পুকুরে একাই গোসল করতে নামে। পানিতে নামার পরে সে আর উঠতে পারেনি। পরিবারের সদস্যরা তাকে বাড়িসহ আশপাশে না পেয়ে বাড়ি সংলগ্ন পুকুরের চার পাশে খুঁজতে থাকে। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে। 

Link copied!