জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোন ভেঙে ফেলা ও মারধর করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বর্ষা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর এলাকা থেকে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
বর্ষা ওই গ্রামের সাবেক ইউপি সদস্য রন্জু মিয়ার মেয়ে। সে ধনবাড়ি উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোনে প্রতিবেশী সুরুজ মিয়ার ছেলের সঙ্গে প্রায় সময় কথা বলত বর্ষা। কথা বলতে নিষেধ করলে বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এ অবস্থায় শুক্রবার (৫ এপ্রিল) রাতে আবার মোবাইলে কথা বলতে দেখে মেয়েকে বকাবকি করেন বাবা রন্জু মিয়া। শনিবার সকালে মেয়েকে মারধর করে মোবাইল ভেঙে ফেলেন। এতে অভিমান করে বাড়ির পাশে জঙ্গলের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, রাতে মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় জের ধরে আমগাছের সঙ্গে ঝুলে বর্ষা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































