• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রামেকে করোনার উপসর্গে চারজনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ১১:০৩ এএম
রামেকে করোনার উপসর্গে চারজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল থেকে বুধবার (২০ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, মৃতদের ৪ জনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর দুই, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনার একজন করে রোগী ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ২০ তারিখ পর্যন্ত মারা গেছেন ৭৪ জন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৯ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে ১৯২টি বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৭২ জন। রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৪ দশমিক ৯৫ শতাংশ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!