মেহেরপুরের গাংনীতে একটি হাঁসের খামারে ঢুকে আটকা পড়ে একটি মেছো বিড়াল।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার ধানখালা ইউনিয়নের কসবা গ্রামের মো. বদরুদ্দোজার হাঁসের খামারে আটকা পড়ে এটি। পরে বিকেলে মেছো বিড়ালটিকে উদ্ধার করে বন বিভাগের একটি দল।
গাংনী উপজেলা বন কর্মকর্তা সাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
হাঁসের খামারি মো. বদরুদ্দোজা বলেন, “আমি কয়েক বছর ধরে গ্রামের একটি মাঠে হাঁস পালন ও মাছ চাষ করে আসছি। গতকাল মঙ্গলবার সকালের দিকে একটি মেছো বিড়াল হাঁস খাওয়ার জন্য খামারে হানা দেয়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় এটিকে খাঁচায় আটকে ফেলি। গত দুই বছরে আমার এই খামারে অন্তত ৪টি মেছো বিড়াল ও ৩টি শিয়াল খাঁচায় আটকা পড়ে। পরবর্তীতে সেগুলা ছেড়ে দিয়েছি।”
গাংনী উপজেলা বন কর্মকর্তা সাকিল আহমেদ বলেন, খবর পেয়ে মেছো বিড়ালটি উদ্ধার শেষে অবমুক্ত করা হয়েছে।
 
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































