সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চারদিনের ব্যবধানে আরও একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওরের দক্ষিণপাড়া এলাকার ডাউকি নদী থেকে স্বাধীনতা যুদ্ধের সময়ের ওই মর্টারশেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দক্ষিণপাড়া এলাকার এক ব্যক্তি ডাউকি নদী পারাপারের সময় হঠাৎ নদীর মাঝখানে লোহার একটি টুকরো তার পায়ে লাগে। পরে নদী থেকে তুলে সেটি পরিষ্কার করে পাড়ে এনে দেখেন সেটি মর্টারশেল। এ সময় স্থানীয়রা খবর দিলে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে মর্টারশেলটি হেফাজতে নেয়।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন জানান, খবর পেয়ে পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার একই ইউনিয়নের ডাউকি নদী থেকে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকরা একটি মর্টারশেল উদ্ধার করে।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































