• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রশিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ৮


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০১:৪৬ পিএম
ছাত্রশিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ৮

জয়পুরহাটে নাশকতা মামলায় ছাত্রশিবিরের কালাই উপজেলা শাখার সভাপতিসহ কয়েকটি মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কালাই উপজেলার মাত্রাই গ্রামের তোতা মিয়ার ছেলে শিবির নেতা আব্দুস সালাম (২৫), ধাপ গ্রামের বজলুর রহমান মীর (৫২), মিজান রহমান (২০), আমির হোসেন (৫২), সরাইল পূর্বপাড়া গ্রামের মো. মিল্লাত হোসেন (২১), রকি মিয়া (২২), সরাইল গ্রামের মো. ফয়সাল ও বাদাউচ্চ গ্রামের ইমরান মীর।

ওসি ওয়াসিম আল বারী বলেন, অভিযান পরিচালনা করে নাশকতাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

Link copied!