অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০২:১০ পিএম
অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ রিং জাল ও কারেন্ট জাল মজুত ও বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানাসহ আরও তিন প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ সময় ৬০ লাখ টাকার রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বাজারের চকবাজার ও দুধ বাজারে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ, জরিমানা ও সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এবং ওই অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার লতিফুর রহমানসহ ভৈরব থানা-পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, অবৈধ রিং জাল ও কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুধ বাজারের রানা স্টোরকে ১০ হাজার টাকা, জুয়েল স্টোরকে ৩০ হাজার টাকা ও চকবাজারের রিয়াদ স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানের খবর টের পেয়ে তিনটি প্রতিষ্ঠান বন্ধ করে লোকজন পালিয়ে যাওয়ায় সেই প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়। অভিযানে আনুমানিক ৫০০ পিস রিং জাল ও ৪ লাখ মিটার কারেন্ট জাল (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Link copied!