পাবনার ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে একটি মোটরসাইকেল ঢুকে গেছে। এরপর সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়। এতে পুরো বাস ও মোটরসাইকেলটি পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৫) ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। ভাদুর বটতলা তেলপাম্পের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়।
এ সময় বাসের চালক-হেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে গেলে কেউ হতাহত হয়নি। এদিকে, এ ঘটনার পর পালিয়ে যান মোটরসাইকেলের চালক।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অপু কুমার মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি সামনে থেকে ছিটকে গিয়ে বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। কেউ হতাহত হয়নি। মোটরসাইকেল চালককেও পাওয়া যায়নি।”
এটা কোনো নাশকতা কিনা জানতে চাইলে ওসি বলেন, “এটা কোনো নাশকতার ঘটনা নয়। এটি দুর্ঘটনা বলে ধারণা করছি।”
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































