• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

পেঁয়াজের হাটে যৌথ অভিযান, প্রতি মণে কমল ৮০০ টাকা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৮:১৮ পিএম
পেঁয়াজের হাটে যৌথ অভিযান, প্রতি মণে কমল ৮০০ টাকা
পেঁয়াজের হাটে যৌথ অভিযান। ছবি : সংবাদ প্রকাশ

ফরিদপুরে পেঁয়াজের হাটে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানের খবরে জেলায় পেঁয়াজের দাম প্রতি মণে কমেছে ৭০০-৮০০ টাকা।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর সদরের মোমিনখার হাটে এ যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে পেঁয়াজের আড়তে মূল্য তালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ মেসার্স নওশাদ ট্রেডার্সকে এক হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ মেসার্স সেলিম স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান এবং জেলা পুলিশের দুইটি দল।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!