• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

টিকিট কেটেও ট্রেনে না উঠতে পারায় যাত্রীদের বিক্ষোভ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:০৩ পিএম
টিকিট কেটেও ট্রেনে না উঠতে পারায় যাত্রীদের বিক্ষোভ

রাজশাহী রেল স্টেশনে ট্রেনের টিকিট কেটেও অতিরিক্ত যাত্রীদের চাপে ট্রেনে না উঠতে পেরে যাত্রীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

বুধবার (৬ অক্টোবর) বিকেল ৪টার পর পদ্মা ট্রেনটি  ঢাকার পথে রওনা দেওয়ার পরে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং পশ্চিম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পুলিশ জানায়, স্টেশনের বুথ থেকে স্ট্যান্ডিং টিকিট নিয়ে ভিড় ঠেলে অন্তত ১০০ জন যাত্রী রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন পদ্মা এক্সপ্রেসে উঠতে পারেননি। ফলে অনিয়মের অভিযোগ এনে স্টেশনে টিসি অফিস ঘেরাও করেন।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা পদ্মা ট্রেনের ক্রয় করা টিকিটেই পরবর্তীতে ট্রেনে ঢাকা পৌঁছাতে পারবেন। এজন্য খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ১০৬টি আসনের একটি নির্দিষ্ট কোচ লাগানো হয়েছে। সন্ধ্যার পর রাজশাহী থেকে ঈশ্বরদী গামী কমিউটার ট্রেনে বাদপড়া ঢাকাগামী যাত্রীদের ঈশ্বরদী রেল স্টেশনে নেওয়া হয়। সেখানে তারা অপেক্ষা করেন এবং সুন্দরবন ট্রেনের ট্রেনের অতিরিক্ত বগিতে করে ঢাকার পথে রওনা হন। রাবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গত কয়দিন থেকে ট্রেনের নির্ধারিত আসনের চেয়ে যাত্রীদের সংখ্যা বহুগুণে বেড়ে যায়। যার ফলে এমনিতেই ঢাকাগামী চারটি ট্রেনে অতিরিক্ত আসনের বগি যুক্ত করা হয়েছিল। কিন্তু আজ ভর্তি পরীক্ষার শেষ দিন হওয়ায় ট্রেনে চাপ বেশি ছিল বলে জানান রেল কর্তৃপক্ষ।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!