• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

তিস্তায় ধরা পড়ল ৭২ কেজির বাগাড়


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ০৩:৩৫ পিএম
তিস্তায় ধরা পড়ল ৭২ কেজির বাগাড়

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে জেলের হাতে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৮০ হাজার টাকায়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে মহাসিনের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকলে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাগাড় মাছটি তার জালে ধরা পড়ে। পরে বাজারে নিলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে ভাগাভাগি করে নেয়।

এ বিষয়ে জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে সে মাছ ধরতে যান। এ সময় জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের ওই বাগাড় মাছ ধরা পড়ে।

 

Link copied!