• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৫:৫১ পিএম
নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নওগাঁর নদীর পাড় থেকে উত্তম কুমার সাহা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) মান্দা, আত্রাই ও রাজশাহীর বাগমারা সীমান্তে উত্তর জামালপুরে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উত্তম কুমার মান্দা উপজেলার ফতেপুর কালুরপাড়া গ্রামের অজিত সাহা চৈত্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীর পাড়ে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, “মরদেহটি বাগমারা এলাকায় পড়ে থাকায় বাগমারা থানায় বিষয়টি জানিয়েছি।”

বাগমারার গাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!