গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে কৃষ্ণকুমার সাহা (৫৯) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত কৃষ্ণকুমার সাহা নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনায় আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আইসিইউতে ৭ জন রোগীসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০৬ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় মোট ৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































