চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শাহজাহান।
মো. শাহজাহান বলেন, চারিয়া ইজতেমার মাঠ এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম জানান, বেলা পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসছিল মারসা পরিবহনের একটি বাস। কিন্তু চারিয়া এলাকায় হাটহাজারী থেকে ফটিকছড়িগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসের সঙ্গে সংঘর্ষের কারণে সিএনজিচালিত অটোরিকশাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। অটোরিকশাতে আরোহীরা রাস্তার ওপর আছড়ে পড়ে। এ সময় বাস এবং ছিটকে পড়া অটোরিকশার ধাক্কায় তিনজন পথচারী গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































