কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে নুর কামাল (২৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ আলীখালি ২৫ নম্বর ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আদিয়া খাতুন (২৩)। তিনি টেকনাফ ২৫ নম্বর ক্যাম্পের ছামসু আলমের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে আমারা যাই। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে এনজিও এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।”
ওসি সৈয়দ জুবায়ের আরও বলেন, এ ঘটনায় স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































