ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ১২:৩৮ পিএম
ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ধানক্ষেত থেকে তৈয়বুর মণ্ডল (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তৈয়বুর মণ্ডল ওই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আ. মজিদের ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।  

তৈয়বুর মণ্ডলের ছেলে সেলিম বলেন, “আমার বাবা এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শনিবার মাগরিবের সময় রওনা বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। রোববার সকালে শিবপুর ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।”

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে একটি গ্লাস ও কোমল পানীয়র বোতল পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!