কক্সবাজারে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আজম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আজম কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের পূর্ব লারপাড়ার বাসিন্দা।
ওসি রফিকুল বলেন, “রাতে মোহাম্মদ আজমের বাড়িতে পাহাড়ের মাটি ধসে পড়ে। সকালে সেই মাটি সড়ানোর সময় আবার পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আজম মাটিচাপা পড়েন। পরে তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































