ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুকুমার কীর্তনীয়ান (৩৫) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুকুমার কীর্তনীয়ান ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের বাসিন্দা।
এ নিয়ে পরপর চার দিনে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হলো। এ পর্যন্ত জেলায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজনের বাড়ি ফরিদপুরে। অপর পাঁচজনের বাড়ি রাজবাড়ী, মাগুরা ও মাদারীপুর জেলায়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ফরিদপুরে ২ হাজার ১৩৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৮১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।





































