খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের মারধরের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন খুলনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুটবল খেলার জন্য সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচীসহ ৪ জনকে মারধর করা হয়েছে। নারী জাতি যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন এক শ্রেণির মানুষ নারীদের অপমান-অপদস্থ করছে, মারধর করছে। এমনকি জামিন পেয়ে ৩ জন আসামি এসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে। তারই প্রতিবাদে আজকের কর্মসূচি।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভুতোশ রায়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, গীতা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত, শিবপদ দাস, শান্তা মণ্ডল, পবিত্র মণ্ডল, বন্যা পাল, রনজিৎ বৈরাগী।
                
              
																                  
                                                        
                                                        
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































