• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বজ্রপাতে হোমিও চিকিৎসকের মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৮:২৯ পিএম
বজ্রপাতে হোমিও চিকিৎসকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে আবুল কালাম আজাদ (৫০) নামের এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ফুলকোচা ইউনিয়নে পাহাড়িপটল এলাকার একজন হোমিও চিকিৎসক। নিহত আবুল কালাম আজাদ একই এলাকার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, হোমিও চিকিৎসক আবুল কালাম আজাদ বিকালে বাড়ির পাশে বিলে মাছ ধরার সময় হঠাৎ করে বৃষ্টি নামে। বৃষ্টির সময় বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলে হোমিও চিকিৎসক আবুল কালাম আজাদ মারা যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মাইনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!