• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪, ১১:৩৫ এএম
আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাশীল বাঘপাড়া এলাকার একটি বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সুখী আক্তার, তার মেয়ে সাদিয়া, বোন জান্নাতি আক্তার, ভাই আরিফ হাওলাদার, রহিমা এবং তার মেয়ে ঋতু।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রহিমা ৪৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে৷

 ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাঘপাড়া এলাকায় ওই টিনশেড বাসাটিতে সুখী ও তার পরিবার ভাড়া থাকেন। তার স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। কয়েকদিন আগে তাদের একটি সন্তান হয়। তাদের সেই সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন। রাতে সেই বাসায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কীভাবে আগুন লেগেছে, এখনো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে গ্যাস থেকে অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডা. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে রহিমা নামে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া সুখী আক্তারের ১৭ শতাংশ ও জান্নাতির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Link copied!