• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২,

অ্যাম্বুলেন্সে আগুন, মারা গেলেন চালকও


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৬:৩২ পিএম
অ্যাম্বুলেন্সে আগুন, মারা গেলেন চালকও

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে আগুন লেগে ৭ যাত্রীর পর চালক মৃদুল মালো মারা গেছেন।

শনিবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃদুল মালো (২৫) গুহলক্ষ্মীপুর এলাকার তকি মোল্যা সড়কের সুভাষ চন্দ্র মালোর ছেলে।

পুলিশ সুপার জানান, অ্যাম্বুলেন্স চালক মৃদুল মালোকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে জেলার ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষসহ মোট ৭জন নিহত হন।

নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফেলাননগর এলাকার আজিজার শেখের স্ত্রী তাসলিমা বেগম (৫০), মেয়ে কমলা (৩০) ও বিউটি (২৬)। নিহত কমলার ছেলে আরিফ (১২), আফসা (১) ও হাসিব (১০) এবং বিউটির ছেলে মেহেদী (১০)।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!