• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

রূপপুরে কর্মরত রুশ নাগরিকের লাশ উদ্ধার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৪৫ পিএম
রূপপুরে কর্মরত রুশ নাগরিকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অ্যালেক্স (৪২) নামের এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটির ১৭৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 ‍
নিহত অ্যালেক্স ‘রোসেম’ নামের একটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ওই রুশ নাগরিক দিনের কাজ শেষে রাতে তার নির্ধারিত ফ্ল্যাটের কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ (বুধবার) সকাল ১০টার দিকে তার সহকর্মীরা তাকে কাজে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে দুপুরে পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে তার লাশ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!