• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে টেকনাফে মিয়ানমারের প্রতিনিধিদল


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৩:২৯ পিএম
রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে টেকনাফে মিয়ানমারের প্রতিনিধিদল

রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করতে মিয়ানমারের একটি প্রতিনিধিদল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে ১৪ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মিনিস্ট্রি অব সোশ্যাল অ্যাফেয়ার্সের মংডুর আঞ্চলিক পরিচালক অং মাইউ।

মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ মিয়ানমারের কাছে যে তালিকা পাঠিয়েছিল, তা যাচাই করতে মিয়ানমারের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলটি আরআরআরসির সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি তালিকাভুক্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে।”

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও বলেন, “প্রতিনিধিদলটি কোনো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে না। সকালে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বন্দর বিশ্রামাগার চত্বরে নিয়ে আসা হয়েছে।”

এর আগে, ১৫ মার্চ মিয়ানমার প্রতিনিধিদল বাংলাদেশে আসে। সে সময় প্রায় ৪৮০ জন রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই শেষে মিয়ানমার ফিরে যায় দলটি।

পরে ৫ মে বাংলাদেশ সরকার ও রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল রাখাইন সফর করে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!