ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৮:২৬ এএম
ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাই‌লের কা‌লিহাতী উপজেলার কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা প‌ড়ে মা ও মে‌য়েসহ চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী (৬০), আরতী রানী দাস (৫৫), শান্তি রানী (৪৫) ও  শিল্পী রানী (২৫)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের কাপড়ের জন্য সল্লা এলাকায় যাচ্ছিলেন হতাহতরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চার জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) নাজমুল বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়। মর‌দেহ উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!