প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ১০:৪৪ এএম
প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রশান্ত রায় (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের ইছামতি কলেজমোড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত প্রশান্ত উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়া পাড়া এলাকার শ্যামল রায়ের ছেলে এবং আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় প্রশান্ত। পথে কলেজমোড় বাজার এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

এদিকে এ ঘটনায় স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ননী গোপাল বর্মণ।

Link copied!