• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ক্যাম্প থেকে পালানোর সময় ৫১ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ১২:৫১ পিএম
ক্যাম্প থেকে পালানোর সময় ৫১ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ৫১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজের মহাসড়ক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে উখিয়া থানার পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম (ইজিবাইক), অটোরিকশা ও বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। তারা যাতে ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন বা অন্য কোথাও গিয়ে কোনো অপরাধে জড়িত হতে না পারেন, সে জন্য আমরা নিয়মিত এসব অভিযান পরিচালনা করছি।”

ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, তিন মাসে সহস্রাধিক রোহিঙ্গাকে আটকের পর সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আটক উখিয়ার কুতুপালং ক্যাম্প-২-এর বি ব্লকের শাকের আহমদ (৪০) বলেন, “আমি কক্সবাজার শহরে গিয়ে রিকশা চালাই। তাই ক্যাম্প ছেড়ে সেখানে চলে যাচ্ছি। এর আগে ক্যাম্প থেকে বের হতে কারও কাছে অনুমতি নিতে হয়নি। আজ পুলিশ আটকে দিয়েছে।”

Link copied!