ফরিদপুরের মধুখালী উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আটকে নির্মম নির্যাতনের শিকার সেই বাবা-ছেলের খোঁজ নিহে তাদের বাসায় গেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
শনিবার (০১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তিনি মধুখালীর রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে ইয়ামিন মৃধা ও তার পরিবারের বসবাসের ভাড়া বাসা পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক ইয়ামিন মৃধা ও তার পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের ২০ হাজার টাকা, চাল, ডাল, তেল, লবনসহ বেশকিছু ফলমূল উপহার দেন। এছাড়া পরিবারটির দুরাবস্থার খবর জানতে পেরে তাদের আশ্রয়ণ প্রকল্পে দুই শতাংশ জমিসহ ঘর প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল আলম বাচ্চু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ স্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।







































