• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০১:২৬ পিএম
ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ফরিদপুরের সালথায় ইট ভর্তি ট্রলির ধাক্কায় নাজমুল হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর জয়কাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল উপজেলার বড় বাহিরদিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, উত্তর জয়কাইল এলাকার সুনীল শিকদারের বাড়ির সামনে একটি ইট ভর্তি ট্রলিকে মোটরসাইকেল আরোহী ওভারটেক করতে গেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাজমুল নিহত হন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!