• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ভাঙ্গায় মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ১২:৩০ পিএম
ভাঙ্গায় মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা দমকল বাহিনী সূত্রে জানা যায়, ঘটনার পর ভাঙ্গার দমকল বাহিনী আগুন নিভানোর কাজে অংশগ্রহণ করে। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ৭জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারব।”

তিনি আরও বলেন, “এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।”

Link copied!