• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১১:৪৯ এএম
মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক বিবাদে মাকে নির্যাতন করার জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরিফ হোসেনের (২০) নামে যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে আরিফ মিয়া পলাতক।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আলী হোসেন (৫০)। তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।

এসআই বিল্লাল হোসেন বলেন, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন ছেলে আরিফের সামনে তার মাকে মারধর করতে থাকে। এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। তার কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কোপ দেয়। এতে গুরুতর আহত হয় আলী হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ছেলে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!