খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এতে অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাইনী নদীর ওপর ব্রিজটি ভেঙে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত সড়কের পাথর বহনকারী একটি ট্রাক বাঘাইছড়ি উপজেলার দিকে প্রবেশের সময় সেতুর শেষ মাথায় পৌঁছালে এর পাতাটন ভেঙে নদীতে পড়ে যায়। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে সেতু ভেঙে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি ও সাজেক সড়কের পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন। বিকল্প রাস্তা হিসেবে দীঘিনালা থানা বাজারের রোডে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র দিয়ে পারাপার হচ্ছেন মানুষ।
দীঘিনালা ফায়ার স্টেশন সাব-অফিসার (ইনচার্জ) পংকজ বড়ুয়া বলেন, “ওভারলোডের কারণেই পাথরবোঝাই ট্রাকসহ সেতু ভেঙে নদীতে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। ট্রাক উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।”
দীঘানালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফতুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































