মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১১:২৫ এএম
মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ

মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বলেন, “ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।”

জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!