• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

মহাসড়কের পাশে পড়ে ছিল গামছা পেঁচানো যুবকের মরদেহ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১২:৪২ পিএম
মহাসড়কের পাশে পড়ে ছিল গামছা পেঁচানো যুবকের মরদেহ

সাভারের আশুলিয়ায় গলায় গামছা পেঁচানো অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) সকালে সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের করিবপুর এলাকা থেকে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক রাজু মন্ডল বলেন, “পথচারীদের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ওই যুবককের গামছা পেঁছানো অবস্থায় মরদেহ পড়ে ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!