গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন টেকনগপাড়া এলাকার বিআরটিসি বাস ডিপোর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ময়মনসিংহের গৌরীপুর থানাধীন অচিন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে মুন (২৪) এবং একই জেলার নান্দাইল থানার কাকরিয়া এলাকার অ্যাডভোকেট আব্দুস সালামের ছেলে জাকির হোসেন (২৫)।
গাজীপুর মেট্রোপুলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই সজিব দেবনাথ জানান, গ্রেটওয়াল সিটিতে ভাড়া বাসায় থেকে চাকরি করতেন দুই বন্ধু। সন্ধ্যার পর তারা একটি মোটরসাইকেলে করে শ্রীপুরের মাওনা চৌরাস্তা যাচ্ছিলেন। পথে বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে তারা। ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এসআই আরও জানান, চালক বাসটিকে আটক করা যায় নি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বাসন থানার এস আই সজিব দেবনাথ
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































