কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বাহিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) এবং মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বাহিরচর এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সাজ্জাদ নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শারমিন মারা যান।
ওসি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































