• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নীলফামারীতে নিবন্ধনহীন ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৯:১৭ পিএম
নীলফামারীতে নিবন্ধনহীন ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

নীলফামারীর ডোমারে লাইসেন্স ও নিবন্ধন না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী।

এ সময় সরকারি নিয়ম না মানা এবং লাইসেন্স ও নিবন্ধন না থাকায় শহরের আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, মন্ত্রণালয় কর্তৃক শর্ত পূরণে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে লিখিত চিঠি দিয়ে আগামী ৭দিনের মধ্যে তা পূরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!