• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শ্রেণিকক্ষে টিকটক করার অপরাধে ৪ শিক্ষার্থী বহিষ্কার


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৭:৪৪ পিএম
শ্রেণিকক্ষে টিকটক করার অপরাধে ৪ শিক্ষার্থী বহিষ্কার

মাদারীপুরের কালকিনিতে শ্রেণিকক্ষে বসে টিকটক ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী তাদের ক্লাশ চলাকালীন সময়ে অন্য রুমে বসে নিজেরা টিকটক তৈরি করে তা ফেসবুকে পোস্ট করে। এ ঘটনায় ওই ৪ শিক্ষার্থীকে নিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরণ অভিযুক্ত ওই ৪ শিক্ষার্থীকে ডেকে তাদের বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরণ বলেন, “স্কুল হচ্ছে পড়ালেখা শেখার জায়গা, এটা কোনো টিকটক করার জায়গা নয়। অভিযুক্ত ৪ ছাত্রীকে শাস্তি দেওয়া হয়েছে। যাতে তাদের মতো আর কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে এসে এসব করার সাহস না পায়।”

এ বিষয়ে আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য হাফিজুর রহমান মিলন বলেন, “বিদ্যালয়ে বসে তারা অন্যায় কাজ করেছে তাই শাস্তি হয়েছে। আগামীতে কোনো শিক্ষার্থী এমন অন্যায় করলে কোনো ছাড় পাবে না।” 

Link copied!