কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ আগস্ট) ভোরে নাজিরপাড়া বিওপির মাঝেরকাঠি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয়জন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে দেশের অভ্যন্তরে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা দাঁড়াতে বলেন। বিজিবি সদস্যদের দেখে ওই ছয় ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে তাদের ব্যাগগুলো উদ্ধার করে সেখান থেকে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, মালিকবিহীন ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরে সেগুলো ধ্বংস করা হবে।