• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৫:১২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশেরগ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (২৬ আগস্ট) র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৫ আগস্ট) রাতে জেলার নবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার মহিদুল ইসলাম ও শিউলি বেগমের ছেলে মারুফ ইসলাম (১৯), জামাল ও আয়েশা বেগমের ছেলে মনির (২২), বুলবুল আলী ও শিল্পী বেগমের ছেলে সোয়েব আক্তার (১৯) এবং সেন্টু মিয়া ও সখির ছেলে আব্দুল মজিদ (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত ৩টি ক্ষুর, ৫০ গ্রাম গাঁজা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!