• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাদক কারবারির রেখে যাওয়া বস্তায় মিলল আড়াই লাখ ইয়াবা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৯:০২ এএম
মাদক কারবারির রেখে যাওয়া বস্তায় মিলল আড়াই লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সৈকত থেকে আড়াই লাখ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভের সৈকত এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, মিয়ানমার থেকে ট্রলারযোগে ইয়াবার এ বিশাল চালানটি আনে মাদক কারবারিরা। এ সময় ট্রলারটি জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সহকারী পরিচালক আরও জানান, ইয়াবা কারবারিরা মিয়ানমার থেকে এই চালান এনে ওই এলাকা দিয়ে খালাস করতে চেয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে বস্তার মধ্যে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। ইয়াবা খালাসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!