কুড়িগ্রাম জেলা সদরের বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৩ অক্টোবর) সকালে বিসিক শিল্পনগরীর যৌথ মালিকানায় ভাই ভাই ও মা টেক্সটাইল নামক তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সকাল থেকে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা পর দুপুরে নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কারখানাটির মালিক আমজাদ হোসেন সরকার নামের এক ব্যবসায়ী। মোহসিন শেখ নামে অপর এক ব্যবসায়ীসহ তিনি কারখানাটি চালাতেন বলে জানা গেছে। কারখানায় ঝুট কাপড় থেকে তুলা তৈরি করা হতো।
ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
বিসিক শিল্পনগরীর ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, “কারখানাটিতে ঝুট কাপড় থেকে তুলা তৈরি করা হতো। কীভাবে আগুন লেগেছে, তা এখনো নির্ণয় করা যায়নি। ঝুট কাপড়, তুলা, মেশিনারিজসহ ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































