• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৬:০০ পিএম
দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

দিনাজপুরে পৃথক বজ্রপাতে সাত জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার মনোয়ার চৌধুরীর পুকুরের পাশের টিনশেড ঘরে বজ্রপাতে চার জন এবং চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় তিন জনের মৃত্যু হয়।

মৃতরা হলেন—দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মণ্ডলের ছেলে মিম (১২), চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ার মোকসেদের ছেলে নূর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)। 

স্থানীয়রা জানান, শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার কয়েক কিশোর পুকুরের পাড়ে মোবাইলে গেম খেলার সময় বৃষ্টি শুরু হলে পাশের টিনশেড ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত হয় আরো তিন জন। আহতরা হলো— বাবলুর ছেলে আতিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!