• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

পুলিশকে কামড়ে হ্যান্ডকাপসহ পালানো আসামি গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১১:০৯ এএম
পুলিশকে কামড়ে হ্যান্ডকাপসহ পালানো আসামি গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশকে কামড় দিয়ে হ্যান্ডকাপসহ পালানো মাদক মামলার আসামি ইসমাইল হোসেন বয়াতিকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ইসমাইল হোসেন বয়াতি উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।

একই দিন রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়েরটেক এলাকা থেকে মাদক কারবারি বয়াতিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন তার সহযোগীরা। এ ঘটনায় একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে বয়াতির বেশ কয়েকজন স্বজনকে আটক করা হয়। ওই ঘটনার ১৭ দিন পর একাধিক মাদক মামলা ও পুলিশ অ্যাসল্ট মামলার আসামি মাদক সম্রাট বয়াতিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!